ইংরেজি গ্রামারের আরও একটি নতুন বিষয় হলো Voice Change. আমাদের শিক্ষাজীবনে Voice Change বিষয়টিরও অনেক গুরুত্ব রয়েছে। বিদ্যালয়ের উচ্চপ্রাথমিক স্তর থেকে যখন আমরা অল্প অল্প করে Voice Change বিষয়টি পড়তে আরম্ভ করি, সঠিক নিয়ম না জানার কারণে আমরা অনেক সময় এটি ভালোভাবে আয়ত্ত করতে পারি না। তো আজকে আমরা Voice Change বিষয়টির উপর তৈরী করা এই টিউটোরিয়ালটিতে Voice Change বিষয় সম্বন্ধীয় সমস্ত কিছু বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো।
এই টিউটোরিয়ালটিতে আমরা Voice Change বা বাচ্য পরিবর্তন কি এবং ভয়েস এর দুইটি আলাদা আলাদা প্রকার যেমন – Active Voice এবং Passive Voice এর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হবো এবং একইসঙ্গে Voice Change করার বিভিন্ন নিয়মগুলির বিষয়ে জানবো, যেমন কিভাবে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্যকে Active Voice থেকে Passive Voice এ পরিবর্তন করতে হয় বা Passive Voice থেকে Active Voice এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। এবং সবশেষে ভয়েস চেঞ্জ এর এই টিউটোরিয়ালের শেষ অংশে আমরা Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্যকে কিভাবে Active Voice থেকে Passive Voice এ পরিবর্তন করতে হয় বা Passive Voice থেকে Active Voice এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলির বিষয়েও বিস্তারিত ভাবে জেনে নেবো।
Page Contents
Voice Change কি ?
ভয়েস এর বাংলা অর্থ হলো বাচ্য। আমরা যখন কোনো বাক্য লিখি তখন সেটা সক্রিয় বা নিষ্ক্রিয় এই দুই প্রকার বাচ্যের মধ্যেই হয় ।
Voice কত প্রকার ও কি কি ?
Voice দুই প্রকার :-
- Active Voice বা সক্রিয় বাচ্য এবং
- Passive Voice বা নিষ্ক্রিয় বাচ্য
Active Voice এবং Passive Voice কি ?
Active Voice :- Active Voice বা সক্রিয় বাচ্য এর গঠন Tense এর গঠন অনুযায়ী হয় এবং তা সাবজেক্ট (Subject) দিয়ে আরম্ভ হয়।
Passive Voice :- Passive Voice বা নিষ্ক্রিয় বাচ্য এর গঠন tense এর গঠন অনুসারে থাকে না এবং তা অবজেক্ট (Object) দিয়ে আরম্ভ হয়।
Assertive Sentence বা বর্ণনামূলক বাক্যকে Active থেকে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম
Active To Passive বাক্য গঠন পদ্ধতি –
Object + be verb + Past Participle form of Main Verb + by + Subject.
কোনো বাক্যকে Active থেকে Passive ভয়েস এ পরিবর্তন করার সময় Active Voice এ থাকা সাবজেক্ট গুলো পরিবর্তিত হয়ে তা Passive Voice এ নিচের তালিকা অনুযায়ী হয় :-
একটিভ ভয়েস | প্যাসিভ ভয়েস |
---|---|
I | Me |
We | Us |
They | Them |
He | Him |
She | Her |
Present Indefinite Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + be (am/is/are) + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. He writes a letter. => A letter is written by him. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “A letter” এবং তাই “A Letter” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “is” বসেছে এবং বাক্যটিতে থাকা মূল ভার্ব “Write” এর Past Participle form “Written” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “Him” বসেছে।)
Rules to change the sentence of Present Indefinite Tense from Passive to Active Voice –
Subject + Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. Cricket is played by me. => I play cricket. (Am/is/are এর পর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বুঝে নিতে হবে যে এটি Present Indefinite Tense এর Passive Voice, এবং এটিকে Active Voice এ পরিবর্তন করতে হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Present Continuous Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + be (am/is/are) + being + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I am eating a mango. => A mango is being eaten by me. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “A mango” এবং তাই এর প্যাসিভ ভয়েস এ “A mango” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনুয়াস টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “is” বসেছে এবং এরপর “being” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Eat” এর Past Participle form “eaten” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে।)
Rules to change the sentence of Present Continuous Tense from Passive to Active Voice –
Subject + am/is/are + Main Verb + ing + Object + Extra part (if Any).
Example-
1. A song is being sung by her. => She is singing a song. (Am/is/are এর পর যদি “being” থাকে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Present Continuous Tense এর Passive Voice, এবং এটিকে Active Voice এ পরিবর্তন করতে হলে প্রেজেন্ট কন্টিনুয়াস টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Present Perfect Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + be (have/has) + been + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I have done the work. => The work has been done by me. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “The work” এবং তাই এর প্যাসিভ ভয়েস এ “The work” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “has” বসেছে এবং এরপর “been” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Do” এর Past Participle form “Done” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে।)
Rules to change the sentence of Present Perfect Tense from Passive to Active Voice –
Subject + have/has + Past Participle form of Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. The Poem has been written by my brother. => My brother has written the Poem. (বাক্যে যদি Have been বা Has been এর পর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Present Perfect Tense এর প্যাসিভ ভয়েস, এবং এটিকে একটিভ ভয়েস এ পরিবর্তন করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Rules to change the sentence of Present Perfect Continuous Tense from Active to Passive Voice –
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনুয়াস টেন্স এর বাক্যের সাধারণত কোনো প্যাসিভ ফর্ম থাকে না তাই এই টেন্সের ভয়েস পরিবর্তনে কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নেই।
Past Indefinite Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + be (was/were) + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I played football. => Football was played by me. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “Football” এবং তাই এখানে এর প্যাসিভ ভয়েস এ “Football” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “was” বসেছে এবং বাক্যটিতে থাকা মূল ভার্ব “Play” এর Past Participle form “Played” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে।)
Rules to change the sentence of Present Indefinite Tense from Passive to Active Voice –
Subject + Past form of Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. A hit Love Story was written by Raj. => Raj wrote a hit Love Story. (Was/Were এর পর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বুঝে নিতে হবে যে এটি Past Indefinite Tense এর Passive Voice, এবং এটিকে Active Voice এ পরিবর্তন করতে হলে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Past Continuous Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + be (Was/Were) + being + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. Arjun was doing the work . => The work was being done by Arjun. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “The work” এবং তাই এর প্যাসিভ ভয়েস এ “The work” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি পাস্ট কন্টিনুয়াস টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “was” বসেছে এবং এরপর “being” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Do” এর Past Participle form “Done” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট “Arjun” বসেছে।)
Rules to change the sentence of Past Continuous Tense from Passive to Active Voice –
Subject + was/were + Main Verb + ing + Object + Extra part (if Any).
Example-
1. The book was being read by me. => I was reading the book. (Was/Were এর পর যদি “being” থাকে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Past Continuous Tense এর প্যাসিভ ভয়েস, এবং এটিকে একটিভ ভয়েস এ পরিবর্তন করতে হলে পাস্ট কন্টিনুয়াস টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Past Perfect Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + be (Had) + been + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I had finished the work. => The work had been finihed by me. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “The work” এবং তাই এর প্যাসিভ ভয়েস এ “The work” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “had” বসেছে এবং এরপর “been” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Finish” এর Past Participle form “Finished” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে।)
Rules to change the sentence of Present Perfect Tense from Passive to Active Voice –
Subject + had + Past Participle form of Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. The thief had been caught by them. => They had caught the thief. (কোনো বাক্যে Had এর পর যদি “been” থাকে এবং এর পর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Past Perfect Tense এর প্যাসিভ ভয়েস, এবং এটিকে একটিভ ভয়েস এ পরিবর্তন করতে হলে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Rules to change the sentence of Past Perfect Continuous Tense from Active to Passive Voice –
পাস্ট পারফেক্ট কন্টিনুয়াস টেন্স এর বাক্যের সাধারণত কোনো প্যাসিভ ফর্ম থাকে না তাই এই টেন্সের ভয়েস পরিবর্তনে কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নেই।
Future Indefinite Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + Shall/Will + be + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I shall help you. => You will be helped by me. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “You” এবং তাই “You” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স এর তাই be verb এর রূপ হিসাবে এখানে “will” বসেছে এবং তারপর “be” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Help” এর Past Participle form “Helped” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে।)
Rules to change the sentence of Future Indefinite Tense from Passive to Active Voice –
Subject + shall/will + Present form of Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. The movie will be watched by him. => He will watch the movie. (Shall বা will এর পর যদি “be” থাকে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Future Indefinite Tense এর প্যাসিভ ভয়েস, এবং এটিকে একটিভ ভয়েস এ পরিবর্তন করতে হলে ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Future Continuous Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + Shall be/ Will be + being + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. Amit will be playing Ludo. => Ludo will be being played by Amit. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “Ludo” এবং তাই এর প্যাসিভ ভয়েস এ “Ludo” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি ফিউচার কন্টিনুয়াস টেন্স এর তাই এখানে “will be” বসেছে এবং এরপর “being” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Play” এর Past Participle form “Played” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট “Amit” বসেছে।)
Rules to change the sentence of Future Continuous Tense from Passive to Active Voice –
Subject + Shall be/ Will be + Main Verb + ing + Object + Extra part (if Any).
Example-
1. The Articles will be being written by him. => He will be writing the Articles. (shall be/ will be এর পর যদি “being” থাকে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Future Continuous Tense এর Passive Voice, এবং এটিকে Active Voice এ পরিবর্তন করতে হলে ফিউচার কন্টিনুয়াস টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Note: ভয়েস পরিবর্তনে ফিউচার কন্টিনুয়াস টেন্স এর ব্যবহার প্রায় নেই বললেই চলে।
Future Perfect Tense এর বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + Shall have/ Will have + been + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I shall have finished the work by 6 P.M. => The work will have been finished by me by 6 P.M. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “The work” এবং তাই এর প্যাসিভ ভয়েস এ “The work” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স এর তাই এখানে “will have” বসেছে এবং এরপর “been” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Finish” এর Past Participle form “Finished” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে এবং এরপর অতিরিক্ত বাক্যাংশ বসেছে।)
Rules to change the sentence of Future Perfect Tense from Passive to Active Voice –
Subject + Shall have/ Will have + Past Participle form of Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. The Novel will have been read by him. => He will have read the Novel. (বাক্যে যদি Shall Have been বা Will have been এর পর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি Future Perfect Tense এর Passive Voice, এবং এটিকে Active Voice এ পরিবর্তন করতে হলে ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Note: ভয়েস পরিবর্তনে ফিউচার পারফেক্ট টেন্স এর ব্যবহার প্রায় নেই বললেই চলে।
Rules to change the sentence of Future Perfect Continuous Tense from Active to Passive Voice –
ফিউচার পারফেক্ট কন্টিনুয়াস টেন্স এর বাক্যের সাধারণত কোনো প্যাসিভ ফর্ম থাকে না তাই এই টেন্সের ভয়েস পরিবর্তনে কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নেই।
বাক্যে Can, May, Must এর যে কোনো একটি থাকলে সেই বাক্য কে একটিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Object + Can/ May/ Must + be + Past Participle form of Main Verb + by + Subject.
Example-
1. I can do that. => That can be done by me. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “That” এবং তাই “That” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটিতে “Can” রয়েছে তাই এখানে “Can be” বসেছে এবং বাক্যটিতে থাকা মূল ভার্ব “Do” এর Past Participle form “Done” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট উপরে বর্ণিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হয়ে “me” বসেছে।)
2. You must write the Answer. => The Answer must be written by you. (এখানে এই বাক্যটির মধ্যে অবজেক্ট ছিল “The Answer” এবং তাই “The Answer” অবজেক্ট টি প্রথমে বসেছে। এরপর যেহেতু এই বাক্যটিতে “Must” রয়েছে তাই এখানে “must be” বসেছে এবং বাক্যটিতে থাকা মূল ভার্ব “Write” এর Past Participle form “Written” বসেছে। সবশেষে “by” বসানোর পর বাক্যটির সাবজেক্ট “You” বসেছে।)
বাক্যে Can, May, Must এর যে কোনো একটি থাকলে সেই বাক্য কে প্যাসিভ থেকে একটিভ ভয়েস এ পরিবর্তন করার নিয়ম –
Subject + Can/ May/ Must + Present Form of Main Verb + Object + Extra part (if Any).
Example-
1. Anything can be done by me. => I can do Anything. (Can be/ May be/ Must be এর পর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বুঝে নিতে হবে যে এই বাক্যটি একটি Passive Voice, এবং এটিকে Active Voice এ পরিবর্তন করতে হলে উপরে দেওয়া বাক্য গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়।)
Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ সূচক বাক্যকে Active থেকে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম
Active To Passive বাক্য গঠন পদ্ধতি –
Let + Object + be + Past Participle form of Main Verb + Extra Part of Sentence.
Example-
1. Do it at once. => Let it be done at once. (যেহেতু এই বাক্যটি একটি আদেশ সূচক বাক্য তাই এখানে এই বাক্যটির প্রথমে “Let” বসেছে এবং তারপর বাক্যটির অবজেক্ট “it” বসেছে। এরপর “be” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Do” এর Past Participle form “Done” বসেছে। সবশেষে অতিরিক্ত বাক্যাংশ “at once” বসেছে।)
2. Post the letter. => Let the letter be posted. (যেহেতু এই বাক্যটি একটি আদেশ সূচক বাক্য তাই এখানে এই বাক্যটির প্রথমে “Let” বসেছে এবং তারপর বাক্যটির অবজেক্ট “the letter” বসেছে। এরপর “be” বসার পর বাক্যটিতে থাকা মূল ভার্ব “Post” এর Past Participle form “Posted” বসেছে।)
ভয়েস পরিবর্তন করার কিছু অন্যান্য নিয়ম –
একটিভ ভয়েস এ কোনো বাক্যে যদি “Please” থাকে অর্থাৎ বাক্যটি যদি অনুরোধ সূচক হয় তবে সেই বাক্যটিকে প্যাসিভ করার সময় তা “You are requested” দিয়ে শুরু হয়।
উদাহরণস্বরূপ-
1. Please do not Smoke => You are requested not to smoke.
2. Please sit down => You are requested to sit down.
কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই সকল বাক্যকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তন করার সময় তা People, We, They, Someone ইত্যাদি শব্দ দিয়ে আরম্ভ করতে হয়।
Sentence Making Formula – Discovered Word (People, We, They, Someone) + Assistant Subject + Present form of Main Verb + Extra Parts of Sentence (if any).
উদাহরণস্বরূপ-
1. English is Spoken all over the World => People Speak English all over the world.
2. The house was repaired => They repaired the House.
3. The Rose is called the Queen of Flower => People call the Rose the Queen of Flower.
……………………………………..
তো এই ছিলো ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয় তার একটি সহজ টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন এবং টিউটোরিয়ালটি শিক্ষণীয় মনে হলে তা অবশ্যই শেয়ার করবেন।
মিস্টার এডিট বয় কার্তিক
স্যার প্লিজ এরকম ভাবে ন্যারেশনের কোনো পোস্ট করুন🙏🙏🙏
আর পারলে tense এর ও কোনো পোস্ট দিন🙏