How to Write Teachers Diary in Bengali.. বাংলা ভাষায় টিচার্স ডায়রি কিভাবে তৈরী করবেন

Spread the love

এই আর্টিকেলটি সম্মানীয় সকল শিক্ষক-শিক্ষিকাগনদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে । এই আর্টিকেলটিতে কিভাবে বাংলা ভাষায় টিচার্স ডায়রি (Teachers Diary in Bengali Language) তৈরী করা যায় তার একটি  ডেমো তৈরী করে দেওয়া আছে এবং আমি আশা রাখি যে, ডেমো টিচার্স ডায়রির এই আর্টিকেলটি পড়লে আপনারা খুব সহজেই নিজের মতো করে বাংলা ভাষায় টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন । 

এই আর্টিকেলটিতে টিচার্স ডায়রির যে ডেমো তৈরী করে দেওয়া আছে সেটি আসাম সরকারের শিক্ষা দফতরের দেওয়া ফরমেট অনুযায়ী তৈরী করা হয়েছে, তাই এটি আসাম রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগনদের জন্য বেশি উপযোগী হবে । কিন্তু এই ডেমো দেখে যে শুধু আসাম রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগনরাই বাংলা ভাষায় টিচার্স ডায়েরি (Teachers Diary in Bengali Language) তৈরী করতে পারবেন এমন নয়। টিচার্স ডায়রির এই ডেমোটি এমন ভাবে তৈরী করা হয়েছে যে এটি দেখে অন্য যে কোনো রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগনরাও খুব সহজেই নিজেদের মতো করে নিজেদের বিদ্যালয়ে করা ক্রিয়াকলাপ অনুযায়ী Teachers Diary in Bengali Language এ তৈরী করতে পারবেন।

TEACHER’S DIARY কি ?

Teacher’s Diary মানে হলো শিক্ষকদের দৈনিক দিনপঞ্জি, এর অর্থ হলো  প্রতিজন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান থেকে শুরু করে, শিক্ষকতা সম্পর্কিত যা যা করবেন সবকিছু একটি ডায়েরিতে লিখে রাখতে হবে। এমনকি বিদ্যালয় পরিচালনা কমিটির সভা, অভিভাবকদের নিয়ে সভা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগনদের  সাধারণ সভা ইত্যাদি বা ক্লাস্টার লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল কোনো মিটিং, ট্রেনিং বা প্রোগ্রামে উপস্থিত থাকলে বা অংশগ্রহণ করলেও তা একটি নির্দিষ্ট ডায়রিতে লিখে রাখতে হবে আর যে ডায়রীতে লিখে রাখতে হবে সেটি হলো Teacher’s Diary.

অনেকে টিচার্স ডায়রিতে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের পাঠদান সম্পর্কিত তথ্যই লিখে রেখে থাকেন কিন্তু এটি টিচার্স ডায়রি হিসাবে পর্যাপ্ত হয়ে উঠে না কারণ টিচার্স ডায়রিতে শিক্ষকগনদের প্রতিদিনের দিনলিপির কথা উল্লেখ করতে হয় আর আপনারা সকলেই জানেন যে এখন শিক্ষকগণ শিক্ষকতা ছাড়াও আরও অনেক মাল্টিটাস্কিংও করে থাকেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি শিক্ষকগনদের অনেকসময়ই শিক্ষাদফতরের নির্দেশে ইলেকশন ডিউটি, এনআরসি ডিউটি, লোকগণনা, বিভিন্ন ধরণের সার্ভে ইত্যাদির মতো অনেক ধরণের কাজও করতে হয়। 

তাই শিক্ষক-শিক্ষিকাগনদের প্রতিদিনের বিভিন্ন ক্রিয়াকলাপগুলির প্রকৃত তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখার জন্য টিচার্স ডায়রিতে শিক্ষার্থীদের পাঠদান করার তথ্য লিখার পাশাপাশি  শিক্ষকগনদের দ্বারা কৃত অন্যান্য সকল কাজের বিষয়েও লিখে রাখা খুব বেশি প্রয়োজন। এর দ্বারা শিক্ষক-শিক্ষিকাগন নিজেদের প্রতিদিনের ক্রিয়াকলাপগুলির ট্র্যাকিং করতেও পারবেন আর ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেল কেউ বিদ্যালয় পরিদর্শন করতে আসলেও প্রয়োজনে সেটা তাদের দেখাতেও পারবেন।

TEACHER’S DIARY কেন তৈরী করবেন ?

আপনারা সকলেই জানেন যে অসম সরকারের শিক্ষা দফতর গত  ১২/০৭/২০১৯ তারিখে একটি নোটিফিকেশন জারি করেছিল যেটাতে লিখা ছিল যে সকল শিক্ষকদের Teacher’s Diary মেইনটেইন করতে হবে, তো সেই কারণে শিক্ষা দফতরের নির্দেশতো মানতেই হবে আর এছাড়াও আপনারা জানেন যে পরবর্তী গুণোৎসবে এই Teacher’s Diary এর খুব বেশি দরকার পড়বে, External Evaluator  অবশ্যই আপনাদের Teacher’s Diary দেখতে চাইবেন আর না পেলে তো বুঝতেই পারছেন কি করবেন। এছাড়াও ক্লাস্টার লেভেল, ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল কেউ স্কুল পরিদর্শনে আসলেও এই Teacher’s Diary দেখতে চাইবেন আর না পেলে তো Show Cause নোটিশ ও আসতে পারে আপনার নামে।

Teachers Diary মেইনটেইন করার মাধ্যমে আপনি নিজেও কোন মাসের কোন তারিখে আপনি কি করেছিলেন সেটা খুব সহজেই ট্র্যাকিং করতে পারবেন। তাই প্রতিজন শিক্ষক শিক্ষিকার টিচার্স ডায়রি মেইনটেইন করার অভ্যাস করা সঠিক হবে বলে আমার মনে হয়।

TEACHER’S DIARY কিভাবে তৈরী করবেন (Teachers Diary in Bengali Language) ? 

অসম সরকারের শিক্ষা বিভাগ গত  ১২/০৭/২০১৯ তারিখে যে নোটিফিকেশন জারি করে এটা জানিয়েছিল যে সকল শিক্ষক-শিক্ষিকাগনদের Teacher’s Diary মেইনটেইন করতে হবে সেই অর্ডার নোটিফিকেশন এর সঙ্গে শিক্ষা দফতর থেকে একটা টিচার্স ডাইরীর FORMAT ও দেওয়া হয়েছিল। তো সেই ফরম্যাটে বাংলা ভাষায় কিভাবে আপনারা টিচার্স ডায়রি তৈরী করতে পারেন তার একটি ডেমো নিচে দেওয়া আছে, সেই ডেমো দেখে  আপনারা নিজের মতো করে টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন বলে আমার মনে হয়। 

এছাড়াও এখানে নিচে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে আপনারা আসাম সরকারের শিক্ষা বিভাগের দেওয়া ওই অর্ডার নোটিফিকেশনটি এবং টিচার্স ডায়রির ফরমেট টিও দেখতে পারবেন এবং সেইসঙ্গে ওই ফরম্যাটে Bengali language এ Teachers Diary কিভাবে লিখতে পারেন সেটার ধারণাও পেয়ে যাবেন। 

আমি টিচার্স ডায়রির ফরমেট টি তৈরী করে এখানে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে টিচার্স ডায়রির ফরমেট টি ডাউনলোড করে প্রিন্টআউট করে সেগুলি দিয়ে টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন।

Bengali Language এর Teachers Diary ডেমোটি হলো নিম্নরূপ :-

শিক্ষকদের দৈনিক বিদ্যালয়ের ক্রিয়াকলাপের রেকর্ড

শিক্ষকের নাম:- রাজদীপ পাল
বিদ্যালয়ের নাম:- ………………………………………………….
বিদ্যালয়ের ডাইস কোড:- ১৮ooooooooo০২
জেলার নাম:- …………….
ব্লকের নাম:- ………………..
ক্লাস্টারের নাম:- …………………
বিদ্যালয়ের মিডিয়াম:- বাংলা

মাসতারিখকার্যকলাপমন্তব্য
নভেম্বর০১.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. জাম্বলড ওয়ার্ড বিষয়ক ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. বাক্য তৈরির বিষয়ে ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. দলীয় কার্যকলাপ দেওয়া হয়
নভেম্বর০৪.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা বিষয়ক ভাষার ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গুণ অংকের উপর গণিত ক্লাস তৃতীয় শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়
নভেম্বর০৫.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা আবৃত্তির বিষয়ে ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. “সুধাকণ্ঠ দিবস” উদযাপন করা হয় ।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
নভেম্বর০৬.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা বিষয়ক ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গদ্যের উপর ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
৩. শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়
নভেম্বর০৭.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতাটির শব্দভাণ্ডারের উপর ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গদ্যের শব্দভাণ্ডারের উপর ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
নভেম্বর০৮.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. সংখ্যালঘু বৃত্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের নাম নিবন্ধিত এবং অনলাইনে ভেরিফিকেশন করা হয় ।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৫. সংখ্যালঘু বৃত্তির তথ্য জমা দিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়েছিলাম।
২. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
নভেম্বর০৯.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. সকল শ্রেণিতে “শনিবার ক্লাব ক্রিয়াকলাপ” এর অধীনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
৩. পরের দিনের জন্য ক্লাস লেনদেনের প্রস্তুতি
৪. ক্লাস্টার স্তরের সভায় অংশ নেই।
২. বিভিন্ন দলীয় কার্যকলাপ শিক্ষার্থীদের দেওয়া হয়
নভেম্বর১১.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গুণ অংকের উপর গণিত ক্লাস তৃতীয় শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. “রাষ্ট্রীয় শিক্ষা দিবস” উদযাপন করা হয়।
৫. পরের দিনের জন্য ক্লাস লেনদেনের প্রস্তুতি।
৩. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের এবং শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়
নভেম্বর১৩.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা শব্দভাণ্ডারের উপর ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. শিশুদের দ্বারা অভিধান ব্যবহারের অনুশীলন করানো হয়
নভেম্বর১৪.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা রাইমিং শব্দগুলির উপর ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. “শিশু দিবস” উদযাপন করা হয় এবং শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার মতো বিভিন্ন ধরণের দলীয় ক্রিয়াকলাপ এবং খেলার আয়োজন করা হয়।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. বিভিন্ন দলীয় কার্যকলাপ শিক্ষার্থীদের দেওয়া হয়
নভেম্বর১৫.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গুণ অংকের উপর গণিত ক্লাস তৃতীয় শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের এবং শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়

আসাম সরকারের শিক্ষা দফতরের দেওয়া অর্ডার নোটিফিকেশন এবং টিচার্স ডায়রির ফরম্যাটটি দেখার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন :-

আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়ার জন্য ধন্যবাদ। আর্টিকেলটি ভালো লাগলে এবং সহায়তা মূলক মনে হলে অবশ্যই শেয়ার করবেন।


Spread the love

Leave a Comment