এটি হলো Tense Tutorial Series এর দ্বিতীয় আর্টিকেল এবং আমরা এই আর্টিকলে Present Tense বা বর্তমান কাল এবং বর্তমান কালের বিভিন্ন প্রকার গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জানবো । এই টিউটোরিয়াল সিরিজের প্রথম টিউটোরিয়াল আর্টিকেলে আমরা Tense বা কাল কি সে বিষয়ে বিস্তারিত ভাবে পড়েছিলাম । যদি কেউ এখনো সেই টিউটোরিয়াল আর্টিকেল টি পড়ে না থাকো তাহলে এখনো ক্লিক করে সেটি পড়ে নিতে পারবে আর প্রথম টিউটোরিয়াল আর্টিকেলটি পড়ে নিলে এই টিউটোরিয়ালটিও বুঝতে অনেক সহজ লাগবে ।
Page Contents
Present Tense (বর্তমান কাল)
কোনো কাজ যদি বর্তমান সময়ে হয় বা সর্বদা হয় এরকম বুঝায় তখন তা Present Tense বা বর্তমান কাল হয় । যেমন-
(i) আমি খাই – I eat.
(ii) সে যায় – He goes.
(iii) তাহারা খেলিতেছে – They are playing.
(iv) রাজু এইমাত্র এসেছে – Raju has come just now.
উপরোক্ত চারটি উদাহরণই হলো Present Tense বা বর্তমান কালের, কিন্তু এই চারটি উদাহরণে যে কাজ গুলো আছে (প্রথমটিতে খাওয়া, দ্বিতীয়টিতে যাওয়া, তৃতীয়টিতে খেলা, এবং চতুর্থটিতে আসা) তা বর্তমান কালেরই কিছু আলাদা আলাদা সময়ে করা, আর এই আলাদা আলাদা সময় গুলোকে বোঝানোর জন্য Present Tense বা বর্তমান কালকে চারটি ভাগে ভাগ করা হয়েছে । ভাগগুলি হলো-
- সাধারণ বর্তমান কাল (Present Indefinite Tense/ Simple Present Tense)
- ঘটমান বর্তমান কাল (Present Continuous Tense)
- পুরাঘটিত বর্তমান কাল (Present Perfect Tense)
- পুরাঘটিত ঘটমান বর্তমান কাল (Present Perfect Continuous Tense)
Present Indefinite Tense/ Simple Present Tense (সাধারণ বর্তমান কাল)
Verb এর সূচিত কার্যটি যদি বর্তমান সময়ে হয় বা সর্বদা হয় এরকম বুঝায় তখন তাকে Present Indefinite বা Simple Present Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি বর্তমান সময়ে হচ্ছে বা সবসময় হয় এরকম মনে হয় তবে সেটা Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ ।
Subject + Present form of Main Verb + Object/ Extra Part of Sentence.
Important Note : বাক্যে Subject টি যদি 3rd Person Singular Number হয় অর্থাৎ Subject টি যদি “He”, “she”, “it” হয় অথবা কোন ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা বা কোনো প্রাণীর নাম হয় তবে বাক্যটির মূল Verb এর সাথে “s” অথবা “es” যুক্ত হয় । (সাধারণত যে সকল Verb এর শেষে “O” , “ch” , “ss” , “sh” থাকে সেইসকল verb এর সঙ্গে “es” যুক্ত হয় আর বাকি সব Verb এর সঙ্গে শুধু “s” যুক্ত হয় ।)
উদাহরণস্বরূপ –
আমি ক্রিকেট খেলি – I play Cricket.
সে ক্রিকেট খেলে – He plays Cricket.
উপরোক্ত দুটি উদাহরণের প্রথমটিতে সাবজেক্ট হলো “I” এবং এই সাবজেক্ট টি First Person থাকায় বাক্যটির মূল verb এর সঙ্গে “S” বা “es” কিছুই যুক্ত হয় নি, কিন্তু দ্বিতীয় উদাহরণটিতে সাবজেক্ট হলো “He” এবং এই “He” সাবজেক্ট টি হলো Third Person Singular Number তাই দ্বিতীয় বাক্যটিতে মূল verb এর সাথে “s” যুক্ত হয়েছে ।
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Present Indefinite Tense এর বাক্য চেনার উপায় :
✅ যে সব বাক্যে কাজের সময়টা বর্তমান কালের থাকে কিন্তু কাজটি কখন শুরু হয়েছে বা কখন শেষ হবে সেটার কোনো নির্দিষ্টতা থাকে না সেই সব বাক্য Present Indefinite Tense এর হয় । যেমন –
I eat – আমি খাই (কখন খাই, কোন সময় থেকে খাওয়া শুরু করি, কখন শেষ করি কোনো নির্দিষ্টতা নেই)
He goes – সে যায় (কখন যায়, কোন সময় যাওয়া শুরু করে, কখন শেষ করে কোনো নির্দিষ্ট সময় নেই)
✅ Present Indefinite Tense এ সাধারণত দুই বা তিন অক্ষরের বাংলা ক্রিয়াপদ থাকে এবং বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ই” , “আ” , “ও” , “এ” , “এন” , “আয়” , “আন” ইত্যাদি থাকে । যেমন –
He does – সে করে (কর + এ =করে)
Sudhirbabu goes there – সুধীরবাবু সেখানে যান (য + আন = যান)
✅ বাক্যটি যদি চিরন্থন সত্য (Universal Truth) বা অভ্যাসগত বর্তমান (Habitual Present) হয় তবে তা Present Indefinite Tense হয় । যেমন –
সন্দীপ প্রতিদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে – Sandeep wakes up very early every morning. (প্রতিদিন খুব তাড়াতাড়ি উঠে, কারণ সন্দীপের অভ্যাস প্রতিদিন তাড়াতাড়ি উঠার তাই এটি হলো একটা অভ্যাসগত কাজ অর্থাৎ Habitual Present).
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে – The earth moves around the sun/ The earth revolves around the sun. (এটি একটি চিরন্তন সত্য বাক্য, পৃথিবী সূর্যের চারদিকে আগেও ঘুরতো, এখনো ঘুরে আর ভবিষ্যতেও ঘুরবে । এই বিশ্বব্রহ্মান্ড যতদিন থাকবে পৃথিবী এভাবেই সূর্যের চারদিকে ঘুরবে তাই এটি একটি Universal Truth বা চিরন্তন সত্য ।)
✅ সাধারনত ইংরেজি বাক্যে Always, Daily, Generally, Usually, Regularly, often, Everyday, Every week, Every Month, Every year, Once Week, Once Year ইত্যাদি থাকলে বাক্যটি Present Indefinite Tense এর হয় । যেমন –
রণজিৎ প্রতিদিন বিদ্যালয়ে যায় – Ranjit goes to School every day.
তাহারা সবসময় এখানে খেলতে আসে – They always come here to play.
Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল)
The work which is continuously going on now is called Present Continuous Tense.
Verb এর সূচিত কার্যটি যদি বর্তমান সময়ে চলিতেছে, হইতেছে, ঘটিতেছে ইত্যাদি বুঝায় তখন তাকে Present Continuous Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি বর্তমান সময়ে চলছে বা নিকট ভবিষ্যৎ পর্যন্ত চলবে এরকম মনে হয় তবে সেটা Present Continuous Tense বা ঘটমান বর্তমান কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্ট এর Number ও Person অনুযায়ী Be Verb (am, is, are), তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর সাথে “ing” যুক্ত করতে হয় এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ ।
Subject + Be Verb (am, is, are) Based on Subject Number and Person + “ing’ with Main Verb + Object/ Extra Part of Sentence.
উদাহরণস্বরূপ –
আমি ক্রিকেট খেলিতেছি/ খেলছি – I am playing Cricket.
সে বিদ্যালয়ে যাইতেছে/ যাচ্ছে – He is going to School.
Important Note :
First Person Singular Number এর সাথে “am” বসে ।
First Person Plural Number এর সাথে “are” বসে ।
Second Person Singular Number এর সাথে “are” বসে ।
Second Person Plural Number এর সাথে “are” বসে ।
Third Person Singular Number এর সাথে “is” বসে ।
Third Person Plural Number এর সাথে “are” বসে ।
(I এর পর “am” বসে।) (We, You, They এবং অন্যান্য সকল Plural সাবজেক্টের পর “are” বসে।)
(He, She, it এবং অন্যান্য সকল third person singular number সাবজেক্টের এর পর “is” বসে।)
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Present Continuous Tense এর বাক্য চেনার উপায় :
✅ সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ইতেছি” , “ইতেছো” , “ইতেছেন” , “ইতেছে” , “চ্ছ ” , “চ্ছে” , “চ্ছি” , “চ্ছেন” , “ছ” , “ছি” , “ছেন” ইত্যাদি থাকে । যেমন –
Gaurav is eating rice – গৌরব ভাত খাইতেছে (খা + ইতেছে = খাইতেছে)/ গৌরব ভাত খাচ্ছে (খা + চ্ছে = খাচ্ছে)
I am going to market – আমি বাজারে যাইতেছি (যা + ইতেছি = যাইতেছি)/ আমি বাজারে যাচ্ছি (যা + চ্ছি = যাচ্ছি)
They are feeding the cow – তাহারা গরুটিকে খাওয়াইতেছে (খাওয়া + ইতেছে = খাওয়াইতেছে)/ তারা গরুটিকে খাওয়াচ্ছে (খাওয়া + চ্ছে = খাওয়াচ্ছে)
He is going to play football on the field – তিনি মাঠে ফুটবল খেলতে যাইতেছেন (যাই + ইতেছেন = যাইতেছেন)/ তিনি মাঠে ফুটবল খেলতে যাচ্ছেন (যা + চ্ছেন = যাচ্ছেন)
✅ সাধারণত ইংরেজি বাক্যে যদি “Now” , “Continually” , “right now” , “perpetually” , “at this moment” , “at the moment” ইত্যাদি থাকে তবে তা Present Continuous Tense হয় । যেমন –
আমি এখন পড়িতেছি/ পড়ছি – I am reading now.
সুমিত এখন গান গাইতেছে – Sumit is singing now.
Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)
The work which has started some time ago or been done already but its effect still exists is called Present Perfect Tense.
Verb এর সূচিত কার্যটি যদি এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষন আগে শেষ হয়েছে বোঝায় এবং এর ফল যদি বর্তমান থাকে (অপ্রকাশিত) তখন তাকে Present Perfect Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি অল্প কিছুক্ষন আগে শেষ হয়েছে বোঝায় বা এইমাত্র শেষ হয়েছে বোঝায় আর ওই কাজটির ফল যদি বর্তমানে অপ্রকাশিত থাকে তবে সেটা Present Perfect Tense বা পুরাঘটিত বর্তমান কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্ট এর Number ও Person অনুযায়ী Have/Has বসাইতে হয় তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর Past Participle এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ ।
Subject + Have/Has (Based on Subject Number and Person) + Past Participle form of Main Verb + Object/ Extra Part of Sentence.
উদাহরণস্বরূপ –
আমি ক্রিকেট খেলেছি/ খেলিয়াছি – I have played Cricket.
সে বিদ্যালয়ে গিয়েছে – He has gone to School.
তাহারা কাজটি করিয়াছে/ করেছে – They have done the work.
Important Note : First Person Singular Number এর সাথে “have” বসে ।
First Person Plural Number এর সাথে “have” বসে ।
Second Person Singular Number এর সাথে “have” বসে ।
Second Person Plural Number এর সাথে “have” বসে ।
Third Person Singular Number এর সাথে “has” বসে ।
Third Person Plural Number এর সাথে “have” বসে ।
(I এর পর “have” বসে।) (We, You, They এবং অন্যান্য সকল Plural সাবজেক্টের পর “have” বসে।)
(He, She, it এবং অন্যান্য সকল third person singular number সাবজেক্টের এর পর “has” বসে।)
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Present Perfect Tense এর বাক্য চেনার উপায় :
✅ সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ইয়াছে” , “ইয়াছি” , “ইয়াছেন” , “ইয়াছো” , “ইয়েছো” , “য়েছি” , “য়েছ” , “য়েছেন” , “য়েছে” ইত্যাদি থাকে । যেমন –
I have eaten rice – আমি ভাত খেয়েছি (খে + য়েছি = খেয়েছি)/ আমি ভাত খাইয়াছি (খা + ইয়াছি = খাইয়াছি)
Saumitra has come just now – সৌমিত্র এইমাত্র আসিয়াছে (আসি + ইয়াছে = আসিয়াছে)/ সৌমিত্র এইমাত্র এসেছে (এসে + য়েছে =এসেছে)
✅ সাধারণত ইংরেজি বাক্যে যদি “just” , “Just now” , “yet” , “Already” , “recently” ইত্যাদি থাকে তবে তা Present Perfect Tense হয় । যেমন -অনিমেষ এইমাত্র দিল্লী গিয়েছে – Animesh has gone to Delhi just now.
তিনি এখনো আসেন নি – He has not come yet.
তিনি ইতিমধ্যে বাজার থেকে আসিয়াছেন/ এসেছেন – He has already come from the market.
Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল)
Verb এর সূচিত কার্যটি যদি অতীত কালে কোনো এক নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় থেকে আরম্ভ হয়ে বর্তমান সময় পর্যন্ত চলিতেছে, হইতেছে, ঘটিতেছে ইত্যাদি বুঝায় তখন তাকে Present Perfect Continuous Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি অতীত কালের কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরকম মনে হয় তবে সেটা Present Perfect Continuous Tense বা পুরাঘটিত ঘটমান বর্তমান কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্ট এর Number ও Person অনুযায়ী Have been/ Has been বসাইতে হয়, তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর সাথে “ing” যুক্ত করতে হয় এবং তারপর Since/For বসাইয়া অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ দিতে হয় ।
Subject + Have been/ Has been (Based on Subject Number and Person) + “ing’ with Main Verb + Since/For + Object/ Extra Part of Sentence.
Present Perfect Continuous Tense এর বাক্যে নির্দিষ্ট সময়ের পূর্বে “Since” এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে “For” বসাইতে হয় । এখানে নির্দিষ্ট সময় বোঝাতে সাধারণত সাত বারের নাম, বারো মাসের নাম, সালের নাম, “Yesterday” , “morning” ইত্যাদি বোঝায় আর অনির্দিষ্ট সময় বোঝাতে সাধারণত সংখ্যা বাচক বা সংখ্যা সূচক সময় বোঝায় । যেমন – 5 Days, 2 Years, 10 Minutes ইত্যাদি ।
উদাহরণস্বরূপ –
আমি দুই ঘন্টা থেকে ক্রিকেট খেলিতেছি/ খেলছি – I have been playing Cricket for two hours. (সংখ্যা সূচক অনির্দিষ্ট সময় থাকায় “for” ব্যবহৃত হয়েছে)
সে ১৯৯৫ ইং থেকে এই বিদ্যালয়ে পড়ছে – He has been studying in this school since 1995. (নির্দিষ্ট ভাবে একটা সালের নাম থাকায় “Since” ব্যবহৃত হয়েছে)
Important Note :
First Person Singular Number এর সাথে “have been” বসে ।
First Person Plural Number এর সাথে “have been” বসে ।
Second Person Singular Number এর সাথে “have been” বসে ।
Second Person Plural Number এর সাথে “have been” বসে ।
Third Person Singular Number এর সাথে “has been” বসে ।
Third Person Plural Number এর সাথে “has been” বসে ।
(I এর পর “have been” বসে।) (We, You, They এবং অন্যান্য সকল Plural সাবজেক্টের পর “have been” বসে।)
(He, She, it এবং অন্যান্য সকল third person singular number সাবজেক্টের এর পর “has been” বসে।)
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Present Perfect Continuous Tense এর বাক্য চেনার উপায় :
✅ সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ইতেছি” , “ইতেছো” , “ইতেছেন” , “ইতেছে” , “চ্ছ ” , “চ্ছে” , “চ্ছি” , “চ্ছেন” , “ছ” , “ছে” , “ছি” , “ছেন” ইত্যাদি থাকে এবং এর সাথে সময়ের উল্লেখ করা থাকে । যেমন –
He has been swimming for 10 minutes – সে ১০ মিনিট ধরিয়া সাঁতার কাটিতেছে (কাটি + ইতেছে = কাটিতেছে)/ সে ১০ মিনিট ধরে সাঁতার কাটছে (কাট+ ছে = কাটছে)
Sukumar Babu has been suffering from fever for three days – সুকুমারবাবু তিন দিন ধরে জ্বরে ভুগিতেছেন (ভুগি + ইতেছেন = ভুগিতেছেন)/ সুকুমারবাবু তিন দিন ধরে জ্বরে ভুগছেন (ভুগ + ছেন = ভুগছেন)
We have been playing football for two hours – আমরা দুই ঘন্টা থেকে ফুটবল খেলিতেছি (খেলি + ইতেছি = খেলিতেছি)/ আমরা দুই ঘন্টা ধরে ফুটবল খেলছি (খেল + ছি = খেলছি)
✅ সাধারণত ইংরেজি বাক্যে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের পূর্বে যদি “Since” বা “for” থাকে তবে তা Present Perfect Continuous Tense হয় । যেমন –
শৈশব কাল থেকেই তিনি এই গ্রামে বসবাস করছেন – He has been living in this village since childhood. (ব্যক্তির শৈশবকাল একটি নির্দিষ্ট সময় তাই “Since” ব্যবহৃত হয়েছে)
কৌশিক দুই ঘন্টা যাবৎ কাজটি করিতেছে – Kaushik has been doing the work for two hours.
…………………………………………………………………………………………………….
এই টিউটোরিয়াল আর্টিকেলে আমরা Present Tense এবং এর ভাগ গুলোর পড়লাম, Tense Tutorial Series এর পরবর্তী আর্টিকলে আমরা Past Tense এবং এর ভাগ গুলোর বিষয়ে জানবো । Present Tense এর এই আর্টিকলে যদি কারো কোনো confusion থাকে তবে তা নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি চেষ্টা করবো Confusion এর সমাধান দেওয়ার । আর্টিকেল টি পছন্দ হলে শেয়ার করবেন ।
I am not sure where you’rе getting your
info, but great tоpic. I needs to ѕpend some time learning much more or understanding more.
Thanks for great info I was looking for this information for my mission.
I tһink that iѕ one of the sսch a lot significant info for me.
And i am satisfied reading your article. However
wanna commеntary on some normal issues, Tһe site taste is
wonderful, the articles is truly niсe : D. Excellent task, cheers
hi! I love your writing very so much! percentage we keep up a cοrrespondence more approximateⅼy your
artіcle on AOL? I require ɑn exρert on thіs ɑrea to ѕolve my problem.
Maybe that’s you! Looking ahead to look you.
I agree with your point of view, your article has given me a lot of help and benefited me a lot. Thanks. Hope you continue to write such excellent articles.