Interrogative Sentence Narration | Learn Easily Direct & Indirect Narration

Spread the love

Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে পড়েছিলাম তো আজকে আমরা Narration Tutorial Series এর এই দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য / প্রশ্নসূচক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect করতে এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো।

Interrogative Sentence Narration (প্রশ্নবোধক বাক্য)

নিচে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করে Interrogative Sentence কে Direct Narration থেকে Indirect Narration এ খুব সহজেই পরিবর্তন করা যায় —

১. যদি বাক্যটি Interrogative Sentence এর হয় তবে সেই Sentence এর Reporting Verb টি পরিবর্তন করে “Ask” বা “enquire of” ব্যবহার করতে হয়।  

২. যদি প্রশ্নটি “Inverted Question Type” হয় অর্থাৎ যে ধরণের প্রশ্নের উত্তর “Yes” বা “No” দিয়ে দেওয়া যায় প্রশ্নটি যদি সেই ধরণের হয় (সাহায্যকারী Verb দিয়ে আরম্ভ হয়) তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “If” বা “Whether” বসাইতে হয়। কিন্তু প্রশ্নটি যদি “Specific Question Type” হয় অর্থাৎ Question Word দিয়ে আরম্ভ হয় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে অন্য কোনো শব্দ না বসিয়ে শুধু যে Question Word টি প্রশ্নে দেওয়া ছিল সেই  Question Word টি বসাইতে হয়।  

৩. তারপর বাক্যটিকে Assertive করতে হয় অর্থাৎ Subject দিয়া আরম্ভ করতে হয়। 

৪. Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ থাকে তাহলে Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় না, Direct Narration এ যে Tense এ থাকে Indirect Narration এও সেই Tense এরই হয়। কিন্তু Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ না থেকে Past Tense এ থাকে তবে Reported Speech টির Tense এর পরিবর্তন Assertive Sentence এর মতো নিচের তালিকা অনুযায়ী হয় –

৩. কিন্তু Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ না থেকে Past Tense এ থাকে তবে Reported Speech টির Tense এর পরিবর্তন নিচের তালিকা অনুযায়ী হয় –

DirectIndirect
Simple PresentSimple Past
Present Continuous TensePast Continuous Tense
Present Perfect TensePast Perfect Tense
Present Perfect Continuous TensePast Perfect Continuous Tense
Simple Past TensePast Perfect Tense
Past Continuous TensePast Perfect Continuous Tense
  • Reporting Verb টি যদি Past Tense এ থাকে তাহলে Direct Narration এ Reported Speech টি Present Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Indefinite Tense এর হয়।
  • Direct Narration এ Reported Speech টি Present Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Continuous Tense এর হয়। 
  • Direct Narration এ Reported Speech টি Present Perfect Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
  • Reported Speech টি Direct Narration এ Present Perfect Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়। 
  • Direct Narration এ Reported Speech টি Past Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
  • Direct Narration এ Reported Speech টি Past Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়। 

Please Note- Future Tense এ Shall এর জায়গায় Should, Will এর জায়গায় Would, Can এর জায়গায় Could এবং May এর জায়গায় Might বসে। 

৫. Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করার সময় Assertive Sentence এর মতো Interrogative Sentence এও নিচে উল্লেখিত কয়েকটি শব্দের পরিবর্তন করতে হয় – 

DirectIndirect
ThisThat
TheseThose
HereThere
TodayThat day
TomorrowThe Previous Day/ The Following Day
Last nightThe Previous night
YesterdayThe Previous day/ The Day Before
AgoBefore
NowThen
ComeGo
ItThat

Interrogative Sentence Narration Example

Specific Question Type Narration Example

  • I said to him, “What is your name?” => I asked him what his name was. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Specific Question Type” প্রশ্নের অর্থাৎ Question Word দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে বাক্যটিতে থাকা Question Word টি অর্থাৎ “What” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Simple Present Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Simple Past Tense এর হয়েছে।)
  • Abhijeet said to Daya, “Where have you gone?” => Abhijeet asked Daya where he had gone. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Specific Question Type” প্রশ্নের অর্থাৎ Question Word দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে বাক্যটিতে থাকা Question Word টি অর্থাৎ “Where” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Present Perfect Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Past Perfect Tense এর হয়েছে।)

Inverted Question Type Narration Example

  • Ajit said to Sima, “Are you doing your Homework?” => Ajit Asked Sima if she was doing her Homework. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Inverted Question Type” প্রশ্নের অর্থাৎ সাহায্যকারী Verb দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “if” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Present Continuous Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Past Continuous Tense এর হয়েছে।)
  • Ranjit said to me, “Will you buy the pen?” => Ranjit asked me if I would buy the pen. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Inverted Question Type” প্রশ্নের অর্থাৎ সাহায্যকারী Verb দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “if” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Future Tense এর ছিল এবং বাক্যটিতে “Will” ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে “Would” হয়েছে।)

Narration Tutorial Series এর এটি হলো দ্বিতীয় টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম, বুঝলাম এবং শিখলাম। এর আগে এই সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমরা Narration এর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেছিলাম । একইসঙ্গে আমরা Narration এর বিভিন্ন অংশ যেমন Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছিলাম এবং সেইসঙ্গে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে বুঝেছিলাম এবং শিখেছিলাম। 

এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/প্রস্তাবসূচক বাক্য, Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির বিষয়ে জানবো। তবে Interrogative Sentence এর Narration এর এই টিউটোরিয়ালটির বিষয়ে বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে নিচে কমেন্টে সেই অসুবিধার কথা উল্লেখ করতে পারেন, আমি যথাসাধ্য সম্ভব চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।ধন্যবাদ। 


Spread the love

Leave a Comment