Imperative Sentence Narration | Learn Narration in Easy Bengali Lesson

Spread the love

Imperative Sentence Narration হলো Narration Tutorial Series এর তৃতীয় টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমরা Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। এর আগে আমরা Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে পড়েছিলাম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে বিস্তারিতভাবে জেনেছিলাম। যদি এখনো তোমরা ওই টিউটোরিয়ালগুলো পড়ে না থাকো তাহলে উপরে দেওয়া লিংক গুলোতে ক্লিক করে তা পড়ে নিতে পারবে এবং ওই টিউটোরিয়ালগুলো পড়লে আজকের এই টিউটোরিয়ালটিও অনেক সহজে বুঝে নিতে পারবে।  

Imperative Sentence Narration (আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্য)

নিচে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করে Imperative Sentence কে Direct Narration থেকে Indirect Narration এ খুব সহজেই পরিবর্তন করা যায় —

আদেশসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি আদেশসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Order” বা “Command” ব্যবহার করতে হয়।  

Note:- কোনো বাক্যে যদি কোনো দেশের Army বা সৈন্যের কোনো বড়ো অফিসার কোনো ছোটো Rank এর অফিসার কে কোনো Order দিয়েছেন বোঝায় তখন সেই অর্থে Narration কে Indirect করতে Reporting Verb এর পরিবর্তে “Command” বসাতে হয়।  

২. যদি প্রশ্নটি আদেশসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু আদেশ দিচ্ছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “To” বসাইতে হয়।  

৩. কোনো আদেশসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Do Not” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “Not to”বসাইতে হয়। 

উপদেশসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি উপদেশসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Advise” বা “Tell” ব্যবহার করতে হয়।  

২. যদি প্রশ্নটি উপদেশসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু উপদেশ দিচ্ছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “To” বসাইতে হয়।  

৩. কোনো উপদেশসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Do Not” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “Not to”বসাইতে হয়। 

অনুরোধসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি অনুরোধসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Request” ব্যবহার করতে হয়।  

২. যদি প্রশ্নটি অনুরোধসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু অনুরোধ করছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “To” বসাইতে হয়।  

৩. কোনো অনুরোধসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Do Not” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “Not to”বসাইতে হয়। 

প্রস্তাবসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি প্রস্তাবসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Propose to” বা “Suggest to” ব্যবহার করতে হয়।   

২. যদি প্রশ্নটি প্রস্তাবসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু প্রস্তাব করছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসাইতে হয়।  

৩. কোনো আদেশসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Let us” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “We should” বা “They should” বসাইতে হয়। 

Imperative Sentence Narration Example

আদেশসূচক বাক্যের Narration Example

  • I said to him, “Get out from the room” => I ordered him to get out from the room. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Order” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Order এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Ordered” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি আদেশসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)
  • Anil said to Servant, “Clean the room” => Anil ordered his Servant to clean the room. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Order” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Order এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Ordered” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি আদেশসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)

উপদেশসূচক বাক্যের Narration Example

  • Doctor said to the Patient, “Avoid Oily Food” => Doctor Advised the Patient to avoid oily Food. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Advise” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Advise এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Advised” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি উপদেশসূচক  বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)
  • I said to Swapan, “Do not waste your time” => I advised Swapan not to waste his time. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Advise” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Advise এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Advised” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি উপদেশসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে এবং Direct Narration এ থাকা “Do not” পরিবর্তিত হয়ে তা “Not to” বসেছে।)

অনুরোধসূচক বাক্যের Narration Example

  • Saumitra said to Arjuna, “Please give me a glass of water” => Saumitra requested Arjuna to give him a glass of water. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Request” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Request এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Requested” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি অনুরোধসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)
  • Sagarika said to me, “Please help me” => Sagarika requested me to help her. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Request” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Request এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Requested” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি অনুরোধসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)

প্রস্তাবসূচক বাক্যের (Imperative Sentence) Narration Example

  • He said to me, “Let us do it” => He proposed to me that we should do it. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “proposed to” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Propose এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Proposed” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি প্রস্তাবসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং Direct Narration এ Reported Speech এর শুরুতে থাকা “Let us” পরিবর্তিত করে Indirect Narration তা “We should” করা হয়েছে।)
  • Jeet said to his Wife, “Let us go out for a Picnic” => Jeet Proposed to his wife that they should go out for a picnic. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Proposed to” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Propose এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Proposed” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি প্রস্তাবসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং Direct Narration এ Reported Speech এর শুরুতে থাকা “Let us” পরিবর্তিত করে Indirect Narration তা “They should” করা হয়েছে।)

এটি ছিল Narration Tutorial Series এর তৃতীয় টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমরা Imperative Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম, বুঝলাম এবং শিখলাম। এর আগে এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা যথাক্রমে Assertive Sentence এর Narration এবং Interrogative Sentence এর Narration কিভাবে Direct থেকে Indirect করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে বুঝেছিলাম এবং শিখেছিলাম। একইসঙ্গে এই সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমরা Narration এর বিভিন্ন অংশ যেমন Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছিলাম। যদি কেউ এখনো Narration এর সেই টিউটোরিয়ালগুলো পড়ে না থাকো তাহলে উপরের লিঙ্কগুলোতে ক্লিক করে তা পড়ে নিতে পারবে।   

এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির বিষয়ে জানবো। তবে Imperative Sentence এর Narration এর আজকের এই টিউটোরিয়ালটির বিষয়ে বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে নিচে কমেন্ট বক্সে সেই অসুবিধার কথা উল্লেখ করতে পারেন, আমি যথাসাধ্য সম্ভব চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।  ধন্যবাদ। 


Spread the love

6 thoughts on “Imperative Sentence Narration | Learn Narration in Easy Bengali Lesson”

  1. I was very happy to find this great site.
    I want to to thank you for your time for this particularly wonderful read!!

    I definitely loved every part of it and I have you
    book marked to check out new things on your blog.

    Reply
    • Pleasure is all mine and also Happy to have a reader like you… Please come back again and again in our site and share our contents if you find it useful.

      Reply
  2. Hey very nice website!! Guy .. Excellent .. Wonderful .. I’ll bookmark your web site and take the feeds also?
    I am glad to search out a lot of helpful info here within the submit, we want develop extra techniques in this regard,
    thanks for sharing. . . . . .

    Reply
  3. We’re a group of volunteers and opening a
    new scheme in our community. Your web site provided
    us with valuable info to work on. You have done an impressive job and our whole community will be thankful to you.

    Reply
  4. Aw, this was an extremely nice post. Taking a few minutes and actual
    effort to create a top notch article… but what can I say…
    I hesitate a lot and never manage to get nearly anything done.

    Reply

Leave a Comment