Tense Tutorial Series এর চতুর্থ আর্টিকলে আমি আপনাদের স্বাগত জানাই। এই আর্টিকেলে আমরা Future Tense বা ভবিষৎ কালের বিষয়ে জানবো এবং একইসঙ্গে ভবিষৎ কালের বিভিন্ন প্রকার গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জানবো । এই টিউটোরিয়াল সিরিজের প্রথম আর্টিকেলে আমরা Tense বা কাল কি সে বিষয়ে বিস্তারিত ভাবে পড়েছিলাম এবং দ্বিতীয় ও তৃতীয় আর্টিকেলগুলোতে যথাক্রমে Present Tense ও Past Tense এর বিষয়ে বিশদভাবে জেনেছিলাম । যদি কেউ এখনো Tense Tutorial Series এর আগের আর্টিকেল গুলো পড়ে না থাকো তাহলে উপরের লিংকগুলোতে ক্লিক করে সেই Tutorial গুলো আগে পড়ে নিতে পারো কারণ আগের টিউটোরিয়াল আর্টিকেল গুলো পড়ে নিলে এই টিউটোরিয়ালটিও বুঝতে তোমাদের অনেক সহজ লাগবে ।
Page Contents
Future Tense (ভবিষ্যৎ কাল)
কোনো কাজ যদি পরে বা ভবিষ্যতে হবে এরকম বুঝায় তখন তা Future Tense বা ভবিষ্যৎ কাল হয় । যেমন-
(i) আমি খাব – I will eat.
(ii) রজত যাবে – Rajat will go.
(iii) তাহারা কাজটি করতে থাকবে – They will be doing the work.
(iv) তিনি বিভিন্ন ধরণের গল্পের বই পড়তে থাকবেন/ পড়বেন – He will be reading various kinds of books.
উপরোক্ত চারটি উদাহরণই হলো Future Tense বা ভবিষ্যৎ কালের, কিন্তু এই চারটি উদাহরণে যে কাজ গুলো আছে (প্রথমটিতে খাওয়া, দ্বিতীয়টিতে যাওয়া, তৃতীয়টিতে কাজ করা, এবং চতুর্থটিতে বই পড়া) তা ভবিষ্যৎ কালেরই কিছু আলাদা আলাদা সময়ে করা, আর এই আলাদা আলাদা সময় গুলোকে বোঝানোর জন্য Future Tense বা ভবিষ্যৎ কালকে চারটি ভাগে ভাগ করা হয়েছে । ভাগগুলি হলো-
- সাধারণ ভবিষ্যৎ কাল – Future Indefinite Tense
- ঘটমান ভবিষ্যৎ কাল – Future Continuous Tense
- পুরাঘটিত ভবিষ্যৎ কাল – Future Perfect Tense
- পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল – Future Perfect Continuous Tense
Note: Future Tense বা ভবিষ্যৎ কালের চারটি ভাগের মধ্যে শেষের দুইটি ভাগ অর্থাৎ Future Perfect Tense এবং Future Perfect Continuous Tense এর ব্যবহার প্রায় নাই বললেই চলে।
Future Indefinite Tense (সাধারণ ভবিষ্যৎ কাল)
Verb এর সূচিত কার্যটি যদি ভবিষ্যতে হবে বা ভবিষ্যতে ঘটবে এরকম বুঝায় তখন তাকে Future Indefinite Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি ভবিষ্যতে শেষ হবে এরকম মনে হয় তবে সেটা Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্ট অনুযায়ী Shall/ Will বসে এবং তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ ।
Subject + Shall/ Will (Based on Subject) + Present form of Main Verb + Object/ Extra Part of Sentence.
উদাহরণস্বরূপ –
আমি ক্রিকেট খেলবো – I shall/ will play Cricket.
সে ক্রিকেট খেলবে – He will play Cricket.
Important Note : সাধারণত 1st Person (I, We) এর পর Shall ও Will দুইটার যেকোনোটাকেই বসানো যেতে পারে কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে Will বসে।
Future Indefinite Tense এর বাক্য চেনার উপায় :
✅ Future Indefinite Tense এ সাধারণত দুই বা তিন অক্ষরের বাংলা ক্রিয়াপদ থাকে এবং বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “বা” , “ব” , “বে” , “বি” , “বেন” ইত্যাদি থাকে । যেমন –
He will do the work – সে কাজটি করবে (কর + বে =করবে)
I shall/ will go to the market – আমি বাজারে যাব (যা + ব = যাব)
✅ সাধারণত ইংরেজি বাক্যে যদি Tomorrow, Next, Shortly ইত্যাদি থাকে এবং বাক্যে থাকা কাজটি ভবিষ্যতে হবে এরকম বোঝায় তবে তা Future Indefinite Tense হয় । যেমন –
সৌরদীপ আগামীকল্য বিদ্যালয়ে যাবে – Sauradeep will go to school tomorrow.
তিনি আগামীকাল এই বাজারে কেনাকাটা করবেন – He will shop in this market tomorrow.
Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ কাল)
Verb এর সূচিত কার্যটি যদি চলতে থাকবে, হইতে থাকবে বা ঘটিতে থাকবে ইত্যাদি বুঝায় তখন তাকে Future Continuous Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি ভবিষ্যতে চলতে থাকবে এরকম মনে হয় তবে সেটা Future Continuous Tense বা ঘটমান ভবিষ্যৎ কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্ট অনুযায়ী Shall be / Will be, তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর সাথে “ing” যুক্ত করতে হয় এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ ।
Subject + Shall be / Will be (Based on Subject) + “ing’ with Main Verb + Object/ Extra Part of Sentence.
উদাহরণস্বরূপ –
আমি ওই সময় ক্রিকেট খেলতে থাকবো / খেলিতে থাকিবো – I shall be / will be playing cricket at that time.
অমিত বাজারে যাইতে থাকিবে / যেতে থাকবে – Amit will be going to Market.
Important Note : সাধারণত 1st Person (I, We) এর পর Shall be ও Will be দুইটার যেকোনোটাকেই বসানো যেতে পারে কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু Will be বসে।
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Future Continuous Tense এর বাক্য চেনার উপায় :
✅ সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ইতে থাকিবে” , “ইতে থাকিব” , “তে থাকবেন” , “ইতে থাকিবেন” , “তে থাকব ” , “তে থাকবে” ইত্যাদি থাকে । যেমন –
Saurav will be doing the work – সৌরভ কাজটি করতে থাকবে (কর + তে থাকবে = করতে থাকবে) / সৌরভ কাজটি করিতে থাকিবে (কর + ইতে থাকিবে = করিতে থাকিবে)
I am going to market – আমি বিভিন্ন ধরণের গল্পের বই পড়িতে থাকিব (পড়ি + ইতে থাকিব = পড়িতে থাকিব)/ আমি বিভিন্ন ধরণের গল্পের বই পড়তে থাকব (পড় + তে থাকব = পড়তে থাকব)
Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ কাল)
Verb এর সূচিত কার্যটি যদি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বোঝায় বা ভবিষ্যতে কোনো দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝায় তখন তাকে Future Perfect Tense বলা হয় । অর্থাৎ কোনো কাজ যদি ভবিষ্যৎ কালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হবে এরকম বোঝায় বা ভবিষ্যৎ কালের দুইটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটি কাজ শেষ হবে এরকম বোঝায় তবে সেটা Future Perfect Tense বা পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয় ।
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্ট অনুযায়ী Shall have / Will have বসাইতে হয় তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর Past Participle এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ ।
Subject + Shall have / Will have (Based on Subject) + Past Participle form of Main Verb + Object/ Extra Part of Sentence.
ফিউচার পারফেক্ট টেন্স এর কোনো বাক্যে যদি ভবিষ্যতের দুইটি কাজ থাকে এবং এর মধ্যে একটি কাজ আগে শেষ হবে এরকম বোঝায় এবং অন্য কাজটি পরে শেষ হবে বোঝায় তবে আগে শেষ হবে যে কাজটি সেটি ফিউচার পারফেক্ট টেন্সের হবে এবং পরে যে কাজটি শেষ হবে বোঝাবে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর হবে।
1st Subject + Shall have / Will have (Based on Subject) + Past Participle form of Main Verb + 1st Object/ Extra Part of Sentence. + Before + 2nd Subject + Present form of Main Verb + 2nd Object/ Extra Part of Sentence.
উদাহরণস্বরূপ –
তিনি আসার পূর্বে আমি বইটি পড়তে থাকিব – I shall have/ will have read the book before He comes.
সুজয় বিকাল ৫ টার মধ্যে কাজটি করিয়া থাকিবে – Sujoy will have done the work by 5 P.M.
রণজিৎ শ্রীলংকা যাওয়ার পূর্বে পুরো বিশ্ব ঘুরিয়া থাকিবে – Ranjit will have traveled around the world before he goes to Srilanka.
Important Note : সাধারণত 1st Person (I, We) এর পর Shall have ও Will have দুইটার যেকোনোটাকেই বসানো যেতে পারে কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু Will have বসে।
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Future Perfect Tense এর বাক্য চেনার উপায় :
✅ সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ইয়া থাকিব” , “ইয়া থাকিবে” , “ইয়া থাকিবেন” ইত্যাদি যুক্ত থাকে । যেমন –
I shall have / will have shopped at that market before you come – তুমি আসার আগে আমি এই বাজারে কেনাকাটা করিয়া থাকিব (কর + ইয়া থাকিব = করিয়া থাকিব)
They will have played Cricket in that field before I reach – আমি পৌঁছার পূর্বে তাহারা এই মাঠে ক্রিকেট খেলিয়া থাকিবে (খেল + ইয়া থাকিবে =খেলিয়া থাকিবে)
Future Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল)
ভবিষ্যতের দুইটি কাজের মধ্যে কোনো একটি কাজ যদি আরেকটি কাজ আরম্ভ হওয়ার পূর্ব হইতে চলিতে থাকিবে, হইতে থাকিবে, বা ঘটিতে থাকিবে ইত্যাদি বুঝায় তখন তাকে Future Perfect Continuous Tense বা পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল বলা হয় । ফিউচার পারফেক্ট কন্টিনুয়াস টেন্সেও ফিউচার পারফেক্ট টেন্সের মতো ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে বোঝাবে তা future perfect Continuous tense হবে যে কাজটি পরে হবে তা Present Indefinite / simple present tense হবে ।
Note : ফিউচার পারফেক্ট কন্টিনুয়াস টেন্সের কোনো সক্রিয় ব্যবহার হয় না তাই এই টেন্সের ব্যবহার প্রায় নেই বললেই চলে (There is no Practical Use of This Tense).
Sentence Making Formula (Structure)
বাক্য গঠন পদ্ধতি :- প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্ট অনুযায়ী Shall have been/ Will have been বসাইতে হয়, তারপর মূল ভার্ব (ক্রিয়া পদের) এর সাথে “ing” যুক্ত করতে হয় এবং তারপর অবজেক্ট/অতিরিক্ত বাক্যাংশ দিতে হয় । এরপর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট বসিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম দিতে হয়।
1st Subject + Shall have been/ Will have been (Based on Subject) + “ing’ with Main Verb + 1st Object/ Extra Part of Sentence. + 2nd Subject + Present form of Main Verb + 2nd Object/ Extra Part of Sentence.
উদাহরণস্বরূপ –
তুমি আসার আগে পর্যন্ত তারা ক্রিকেট খেলিতে থাকিবে – They will have been playing cricket before You come.
তাহারা আসার পূর্বে পর্যন্ত আমরা চলচিত্রটি দেখিতে থাকিব – We will have been watching a movie before they come.
Important Note : সাধারণত 1st Person (I, We) এর পর Shall have been ও Will have been দুইটার যেকোনোটাকেই বসানো যেতে পারে কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু Will have been বসে।
(First Person, Second Person, Third Person ইত্যাদির বিষয়ে জানা না থাকলে সে বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য এখানে ক্লিক করো)
Future Perfect Continuous Tense এর বাক্য চেনার উপায় :
✅ সাধারণত বাক্যে ভবিষ্যৎ কালের দুইটি কাজের কথা উল্লেখ থাকবে এবং বাংলা ক্রিয়াপদগুলোর শেষে “ইতে থাকিবে” , “ইতে থাকিব” , “তে থাকবেন” , “ইতে থাকিবেন” , “তে থাকব ” , “তে থাকবে” ইত্যাদি থাকে । যেমন –
We will have been singing different kinds of songs before you go – তুমি যাওয়ার পূর্বে পর্যন্ত আমরা বিভিন্ন ধরণের গান গাইতে থাকিব (গা + ইতে থাকিব = গাইতে থাকিব)
They will have been enjoying the dance program before he come – তিনি আসার আগে পর্যন্ত তারা নাচের অনুষ্ঠানটি উপভোগ করিতে থাকিবে (কর + ইতে থাকিবে = করিতে থাকিবে)
…………………………………………………………………………………………………….
এই টিউটোরিয়াল আর্টিকেলে আমরা Future Tense এবং এর ভাগ গুলোর পড়লাম, Tense Tutorial Series এর এটি ছিল চতুর্থ এবং শেষ আর্টিকল। আমরা এর আগে Present Tense ও Past Tense এর ভাগ গুলোর বিষয়ে জেনেছিলাম, তোমাদের মধ্যে কেউ যদি এখনো সেই আর্টিকেলগুলি পড়ে না থাকো তবে উপরের লিংকগুলোতে ক্লিক করে পড়ে নিতে পারবে । Future Tense এর এই আর্টিকলে যদি কারো কোনো confusion থাকে তবে তা নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি চেষ্টা করবো Confusion এর সমাধান দেওয়ার । আর্টিকেল টি পছন্দ হলে শেয়ার করবেন ।