Narration হলো ইংরেজি গ্রামারের আরও একটি নতুন বিষয় যা আমাদের শিক্ষাজীবনে খুব বেশি প্রয়োজনে পড়ে। আমরা উচ্চপ্রাথমিক স্তর থেকেই একটু একটু করে Narration বিষয়টি পড়তে শুরু করি কিন্তু তবুও আমরা অনেক সময় এটি ভালোভাবে আয়ত্ত করতে পারি না। আসলে আমরা Narration বিষয়টি ভালোভাবে বুঝে নিয়ে শেখার চেষ্টা করি না তাই এটি আমরা ভালোভাবে আয়ত্ত করতেও পারিনা। তো আজকে আমরা Narration এর এই টিউটোরিয়ালটিতে Narration এর বিষয়ে বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। এই টিউটোরিয়ালটিতে আমরা Narration এর বিভিন্ন অংশ যেমন- Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হবো এবং একইসঙ্গে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো।
Narration Tutorial Series এর এটি হলো প্রথম টিউটোরিয়াল, এটিতে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় তা বিস্তারিত ভাবে জানবো এবং এই সিরিজ এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা যথাক্রমে Interrogative Science বা প্রশ্নবোধক বাক্য, Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্য, Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির Narration কিভাবে করা যায় তা শিখবো।
Page Contents
Narration কি ?
Narration এর বাংলা অর্থ হলো উক্তি বা বক্তব্য অর্থাৎ আমরা প্রতিদিন যাই বলি না কেন সেই সবগুলি হলো আমাদের বক্তব্য বা উক্তি এবং এই বক্তব্য বা উক্তিগুলোকেই Narration বলা হয়।
Narration কত প্রকার ও কি কি ?
Narration দুই প্রকার :-
- Direct Narration বা প্রত্যক্ষ উক্তি এবং
- Indirect Narration বা পরোক্ষ উক্তি
Direct Narration এবং Indirect Narration কি ?
Direct Narration :- বক্তার কথা হুবহু বক্তার ভাষায় প্রকাশ করাকে Direct Narration বলে অর্থাৎ যখন কেউ কোনোকিছু বলেন বা কোনো বক্তা কোনোকিছু বলেন তখন বক্তার সেই কথাগুলি বক্তা যেভাবে বলেছেন ঠিক একইভাবে প্রকাশ করাকে Direct Narration বলে।
Indirect Narration :- বক্তার কথা হুবহু বক্তার ভাষায় না করে সেটা নিজের ভাষায় প্রকাশ করাকে Indirect Narration বলে। অর্থাৎ কোনো মানুষ যখন কোনোকিছু বলেন বা কোনো বক্তা যখন কোনোকিছু বলেন তখন সেই বক্তা যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো বক্তা যেভাবে বলেছেন সেভাবে না বলে নিজের মতো করে সেই কথাগুলো অন্যকারো সামনে প্রকাশ করাকে Indirect Narration বলে।
Please Note : Direct Narration এ বক্তার কথা বক্তার ভাষায় প্রকাশ করা হয় এবং অধিকাংশ সময়ে তা সামনাসামনি করা হয় (বক্তা এবং শ্রোতা সামনাসামনি থাকেন) এবং Indirect Narration এ বক্তার কথা নিজের ভাষায় বা অন্যের ভাষায় প্রকাশ করা হয়।
Narration এর বিভিন্ন অংশ গুলি কি কি ?
সকল Narration কিছু আলাদা আলাদা অংশ নিয়ে গঠিত হয়, যেমন Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদি। এই অংশগুলি Direct Narration ও Indirect Narration চিনতে সহায়তা করে এবং একইসঙ্গে এই অংশগুলি কোনো উক্তিকে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তিত করতে বা Indirect Narration থেকে Direct Narration এ পরিবর্তিত করতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তো নিচে দেওয়া উদাহরণটির সাহায্যে আমরা Narration এর সেই বিভিন্ন অংশগুলির বিষয়ে জানার ও চেনার চেষ্টা করবো।
উদাহরণস্বরূপ–
He Said, “I Play Football”
উপরোক্ত উদাহরণটির মধ্যে “He” হলো Reporter, “said” হলো Reporting Verb, “I play Football” বাক্যটি হলো Reported Speech এবং ওই বাক্যটির মধ্যে থাকা “play” শব্দটি হলো Reported Verb.
He = Reporter.
said = Reporting Verb.
I play Football = Reported Speech
play = Reported Verb
Please Note :- Direct Narration এ Reporter এবং Reporting Verb এর পর Comma (,) বসে এবং Reported Speech টি Inverted Comma (” “) এর ভিতরে থাকে। যেমন – Nagarjuna said, “I am going to office.”
Assertive Sentence Narration (বর্ণনামূলক বাক্য)
Assertive Sentence কে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে নিচে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করে তা খুব সহজেই করা যায় —
১. প্রথমে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসাইতে হয়।
২. Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ থাকে তাহলে Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় না, Direct Narration এ যে Tense এ থাকে Indirect Narration এও সেই Tense এরই হয়।
৩. কিন্তু Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ না থেকে Past Tense এ থাকে তবে Reported Speech টির Tense এর পরিবর্তন নিচের তালিকা অনুযায়ী হয় –
Direct | Indirect |
---|---|
Simple Present | Simple Past |
Present Continuous Tense | Past Continuous Tense |
Present Perfect Tense | Past Perfect Tense |
Present Perfect Continuous Tense | Past Perfect Continuous Tense |
Simple Past Tense | Past Perfect Tense |
Past Continuous Tense | Past Perfect Continuous Tense |
- Reporting Verb টি যদি Past Tense এ থাকে তাহলে Direct Narration এ Reported Speech টি Present Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Indefinite Tense এর হয়।
- Direct Narration এ Reported Speech টি Present Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Continuous Tense এর হয়।
- Direct Narration এ Reported Speech টি Present Perfect Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
- Reported Speech টি Direct Narration এ Present Perfect Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়।
- Direct Narration এ Reported Speech টি Past Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
- Direct Narration এ Reported Speech টি Past Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়।
Please Note- Future Tense এ Shall এর জায়গায় Should, Will এর জায়গায় Would, Can এর জায়গায় Could এবং May এর জায়গায় Might বসে।
৪. Reported Speech টি যদি Universal Truth (চিরন্থন সত্য) বা Habitual Present (অভ্যাসগত কাজ) হয় তবে Reporting Verb টি Past Tense এ থাকলেও Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় না। Direct Narration এ যে Tense এ থাকে, Indirect Narration এও সেই Tense এ হয়।
৫. Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করার সময় নিচে উল্লেখিত কয়েকটি শব্দের পরিবর্তন করতে হয় –
Direct | Indirect |
---|---|
This | That |
These | Those |
Here | There |
Today | That day |
Tomorrow | The Previous Day/ The Following Day |
Last night | The Previous night |
Yesterday | The Previous day/ The Day Before |
Ago | Before |
Now | Then |
Come | Go |
It | That |
Assertive Sentence Narration Example
- He says, “I do This” => He says that he does that. (এখানে Comma ও Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Present Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় নি। Reported Speech টি Direct Narration এ যেভাবে Simple Present Tense এর ছিল ঠিক সেভাবেই Indirect Narration এও Simple Present Tense এরই হয়েছে। একইসঙ্গে Direct Narration এ Reporting Speech টির মধ্যে থাকা “This” শব্দটি Indirect Narration এ পরিবর্তিত হয়ে “That” হয়েছে।)
- He said, “I do This” => He said that he did that. (এখানে Comma ও Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে। Reported Speech টি Direct Narration এ Simple Present Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Simple Past Tense এর হয়েছে। একইসঙ্গে Direct Narration এ Reporting Speech টির মধ্যে থাকা “This” শব্দটি Indirect Narration এ পরিবর্তিত হয়ে “That” হয়েছে।)
তো এটি ছিল Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম, বুঝলাম এবং শিখলাম। এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা Interrogative Science বা প্রশ্নবোধক বাক্য, Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্য, Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির বিষয়ে জানবো। তবে Assertive Sentence এর Narration এর এই টিউটোরিয়ালটির বিষয়ে বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে নিচে কমেন্ট বক্সে সেই অসুবিধার বিষয়ে লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।